Location: Brahmanbaria
Date: 2 May, 24
Numbers of Participants: 1200
ABOUT THE PROGRAM
বৃহস্পতিবার আখাউড়ার পৌর শহরের নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২০০ শিক্ষার্থীর মাঝে পরশা সমাজকল্যাণ সংস্থা এনজিও’র আয়োজনে বয়সন্ধিকালীন নারীর স্বাস্থ্যরক্ষা বিষয়ক এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ন্যাপকিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরশা সমাজকল্যাণ সংস্থা এর সভাপতি মাহাবুবা ইসলাম। সহকারি প্রধান শিক্ষক কাজী ইকবাল হোসেনের সঞ্চালনায় এতে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তফা কামাল, আখাউড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, ডা. অভিজিৎ চক্রবর্তী, ডা. কামরান উদ্দিন আহমেদ, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিক।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বয়সন্ধিকালীন নানা সমস্যার কথা তুলে ধরেন। এ বিষয়ে নিজেদের পাশাপাশি পারিবারিকভাবেও সচেতন থাকার জন্য আহবান জানানো হয়। পরে অতিথিবৃন্দ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেন।
Stay Connected:
While this awareness program has concluded, our commitment to supporting disabled children continues. Stay connected for updates on future programs, events, and resources designed to empower families and promote inclusivity.
OUR GALLERY
Explore our captivating photo gallery, offering a glimpse into our mission to promote mental health and well-being in Bangladesh. Join us in our journey to build a healthier and happier future.